জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পরপরই জেলার দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে মিছিল বের হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের
নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অপরদিকে শহরে পৃথক আনন্দ মিছিল করে আওয়ামী লীগের অরেক পক্ষ। সেই মিছিলে অংশ নেন একাংশের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ