দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাহার ও অবরোধের সমর্থন জানিয়ে মুন্সিগঞ্জে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের উপকণ্ঠে দুর্গা বাড়ি এলাকা থেকে সদর উপজেলা বিএনপির ব্যানারে মশাল মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে পেট্রলপাম্পের এলাকার সামনে গিয়ে শেষ হয়।
এসময় তফসিল প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা। পরে অবরোধের সমর্থনে সড়কে মশাল কিছু সময় অবস্থান নিয়ে সরে পড়েন তারা।
কর্মসূচিতে জেলা যুবদলের সদস্যসচিব মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ