দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপরই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলীর নেতৃত্বে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করে। এসময় বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভও করেন তারা।
তারা মুজিব চত্বরে এসে সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন। পরে রাত ৯টার দিকে আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে শহর।
এদিকে তফসিল ঘোষণার পরপরই কুষ্টিয়া জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে ছিলে। কিছুক্ষণ পর পর পুলিশের টহল গাড়ি দেখা যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ