বরগুনা-নিশানবাড়িয়া সড়কে পথচারীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সিএনজি চালক জসিম (৪০) নিহত হয় এবং শিশু, মহিলাসহ আহত হয় ৪ জন। বরগুনা থানার এসআই মোঃ হানিফ জানান, সকালে সিএনজি চালক জসিম নিশানবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরগুনা আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈঠাকাটা নামক স্থানে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনস্থলেই চালক নিহত হয়।
আহতরা হলো একই পরিবারের আয়শা (২৭), জিসান (৯), ছগির (৩৫) এবং পথচারী আলেয়া (৬০)। সিএনজি যাত্রী আহত ছগির জানায়, নিশানবাড়িয়া থেকে স্ত্রী-সন্তান নিয়ে বরগুনা আসার পথে বৈঠাকাটা নামক স্থানে রাস্তার মধ্যে দাঁডিয়ে থাকা পথচারীকে রক্ষা করতে গিয়ে গাছের সাথে সজোরে আঘাত লাগে।
বিডি প্রতিদিন/এএ