পটুয়াখালীর গলাচিপায় উপকূল বাতিঘর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্ন এলাকায় এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
গণগ্রন্থাগারের পরিকল্পনা, বাস্তবায়নকারী উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক নূর কুতুবুল আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ