বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’-এ রূপ নেওয়ার শঙ্কায় পটুয়াখালীতে জরুরি প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসক দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীসহ প্রশাসনের কর্মকর্তারা।
পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার শেষ রাত নাগাদ ঘূর্ণিঝড় ‘মিধিলি'তে রূপ নিতে পারে তাই মন্ত্রণালয়ের নির্দেশে জরুরি সভা করা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার, ৩৫ টি মুজিব কেল্লা, ৮ হাজার ৭৬০জন সিপিপি স্বেচ্ছাসেবক, ৭লাখ ৯০ হাজার নগদ টাকা, ৬৫০ মেট্রিকটন চাল মজুদ রয়েছে। জেলায় স্যালাইন, খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পর্যাপ্ত প্রস্তুত রয়েছে। ৮২ টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কনট্রোল রুম খোলা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল