নোয়াখালীতে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম বিষয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ইউরোপিয় ইউনিয়ন ও হাঙ্গার প্রজেক্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এ অবহিতকরণ সভা আয়েজন করে।
এতে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থী, নারী অধিকারকর্মীসহ বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপিয় ইউনিয়ন ও হাঙ্গার প্রজেক্টের পক্ষ থেকে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুশাসনের জন্যে নাগরিক সুজনের জেলা সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন অ্যাভোকেট, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, মাহবুবুর রহমান ও হাসিব আল আমিন, হাঙ্গার প্রজেক্টের মো: নাছির উদ্দিন।
বিডি প্রতিদিন/এএ