বিএনপি ও সমমনা দলের হরতালের সমর্থনে মাগুরায় সড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ রবিবার সকালে জেলার শ্রীপুর উপজেলার ওয়াপদা লাঙ্গলবাঁধ সড়কে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল অংশ নেয় ।
এদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ ও নাশকতার বিপক্ষে অবস্থান নিয়েছে। সদরে সকাল থেকে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে গড়ি চলাচল করতে দেখা গিয়েছে। দূরপাল্লার গাড়ি না চললেও জেলার অভ্যন্তরে বিভিন্ন রুটে যাত্রীবাহী পরিবহনসহ সব ধরনের গাড়ি চলাচল করতে দেখা গেছে। ব্যবসায়ীরা দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্য করছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/এএ