২০ নভেম্বর, ২০২৩ ২০:২৪

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি:

পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশে ডোবার পানিতে ডুবে আবিদা নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বাগদী গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবিদা বাগদী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাতে বার্ধক্যজনিত কারণে শিশু আবিদার দাদি জবেদা খাতুন মারা যায়। সকালে পরিবারের লোকজন তার কবর খোড়া নিয়ে ব্যস্ত থাকে। এসময় শিশু আবিদা বাড়ির পাশে খেলা করছিল। পরে পরিবারের লোকজন শিশুটির কোন খোজ খবর না পেয়ে ডোবার পাড়ে গিয়ে পানিতে তার দেহ ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে। 

পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটস্থল পরিদর্শন করে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর