বগুড়ায় চোর সন্দেহে জয় নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া ৩ আসামি হলেন-বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামের আশরাফুল ইসলাম, মটু ইসলাম ও সিয়াম হোসেন।
মামলা সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মটুর বাড়িতে প্রবেশ করেছিল জয়। জয়ের উপস্থিতি টের পেয়ে মটুর বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসেন। এসময় ভয়ে জয় একটি গাছের উপরে উঠেন। পরে মটু ও আশরাফুল তাকে গাছ থেকে নামিয়ে মারধর শুরু করে। চোর ঢুকেছে এমন খবর পেয়ে এলাকাবাসী সবাই মটুর বাড়িতে আসে। এরপর জয়কে গণপিটুনি দেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, কিশোর জয় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা স্বাধীন বাদী হয়ে ১০ জন নামীয় এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলার মূল তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম