বিএনপির ডাকা ষষ্ঠবারের অবরোধে কোন প্রভাব পড়েনি নেত্রকোনা শহরে। তবে যাত্রী সঙ্কটের কারণে চলছে না দূর পাল্লার বাস।
এদিকে জেলার মোহনগঞ্জ, কলমাকান্দা, মদন, কেন্দুয়াসহ বিভিন্ন এলাকা থেকে পণ্য বোঝাই ট্রাকগুলো শহরে এসে থেমে আছে। নেত্রকোনা ঢাকা সড়কের ফার্মগেট স্থানে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। কোনটাতেই চালক বা হেল্পার কেউ নেই। এ দৃশ্য বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নেত্রকোনা শহরে প্রধান সড়কের।
অন্যদিকে নেত্রকোনা শহরে পুরো সড়ক জুড়ে জ্যাম। শহরের প্রধান সড়কটি প্রতিদিনের মতো মোক্তারপাড়া থেকে ছোটবাজার, তেরিবাজার, বড়বাজার, থানার মোড়, কালিবাড়ি, রেলক্রসিং থেকে অপর প্রান্ত, আখড়ার মোড়সহ রাজুরবাজার পুরোটাই জ্যাম। বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত টানা জ্যামে পড়ে থাকেন পথচারীসহ স্কুল কলেজগামী শিক্ষার্থী।
সরেজমিন ঘুরে আরও দেখা গেছে, শহরের ছোট বাজার বিএনপি কার্যালয়ের সামনে বসেছে সবজি বাজার। এদিকে জেলার কেন্দুয়া উপজেলায় দফায় দফায় ডাকা অবরোধে এ পর্যন্ত বেশ কটি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/নাজমুল