আগের রাতে কুষ্টিয়ায় বাসে আগুন ও মশাল মিছিলের কারণে আজ বৃহস্পতিবার অবরোধের শেষ দিনেও আওয়ামী লীগ নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। যদিও সকাল থেকে অবরোধের পক্ষে বিএনপি-জামায়াতের কোন নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি।
অবরোধের শেষ দিনেও কুষ্টিয়ায় তেমন কোন প্রভাব পড়েনি। সকাল থেকে জেলার সকল রুটে যাত্রীবাহী বাস চলছে। তবে দূর পাল্লায় যাত্রী সংখ্যা কম। সিএনজি, অটো ও অন্যান্য ছোটখাট পরিবহন চলছে অন্যান্য দিনের মতই। শহরের দোকানপাট ও ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল কলেজ খোলা রয়েছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
এদিকে সকাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা কুষ্টিয়ার মজমপুরে অবস্থান নেয়। সাড়ে ১১টার দিকে তারা অবরোধ বিরোধী মিছিল বের করে। মিছিলটি শহর ঘুরে আওয়ামী লীগ অফিসের সামনে সমাবেশ করেছে। সেখানে তারা অবস্থান নিয়ে আছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান সেখানে বক্তব্য রাখেন। বিএনপি জামায়াতের সব নাশকতা-সহিংসতা মোকাবিলা করার ঘোষণা দেন নেতারা।
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান বলেন- কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি নিয়ে মানুষের পাশে আছে। এদিকে নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশের সাথে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল