রাঙামাটি রাজ বনবিহারের শুরু হয়েছে ২ দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি রাজ বনবিহারে বেইন অর্থাৎ চীবর তৈরির ঘর উদ্বোধন করেন মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রধান শীর্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির।
এসময় পঞ্চশীল প্রার্থনা করেন রাঙামাটি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। এ উৎসব ঘিরে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশ-বিদেশ থেকে দর্শনার্থী, পূণ্যার্থী ও ভক্ত অনুরাগীরাদের সরব উপস্থিতে উৎসবের নগরিতে পরিণত হয় রাঙামাটি। এ উৎসবকে ভিন্নমাত্রা যোগ করতে বসেছে মেলা। তাই শুধু বৌদ্ধ ধর্মালম্বীরাই নয়, এ উৎসবে মেতে উঠে সব ধর্ম বর্ণের মানুষ।
রাঙামাটি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান বলেন, প্রায় এক মাস ধরে চলছিল পার্বত্যাঞ্চলে কঠিন চীবর দানোৎসব।
শুক্রবার রাঙামাটি রাজ বনবিহারে ভান্তেদের কঠিন চীবন মহাদানের মধ্যে দিয়ে শেষ হবে তিন পার্বত্য জেলায় চলা এ কঠিন চীবর দানোৎসব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন