সন্ত্রাস, নাশকতা, অপরাধ ও অপরাধী শনাক্ত এবং দ্রুত অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করতে রাজবাড়ী জেলা পুলিশের ৩০ সদস্য বিশিষ্ট বিশেষায়িত টিম স্পেশাল টাস্কিং গ্রুপ (এসটিজি) যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রুপের সদস্যরা নতুন পোশাক ও আধুনিক অস্ত্র নিয়ে রাজবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শহর প্রদক্ষিণ কালে টিমের নেতৃত্ব দেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম। গতকাল বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর পুলিশ সুপার টিমটির আত্মপ্রকাশ করিয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, স্পেশাল টাস্কিং গ্রুপের সদস্যরা বিশেষায়িত অস্ত্রের প্রশিক্ষণ প্রাপ্ত। তাদের কাছে থাকবে অত্যাধুনিক অস্ত্র। টিমের সদস্যরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষতার সাথে কাজ করবে। যেকোন জরুরি অবস্থা মোকাবিলায় মাঠে থাকবে গ্রুপের সদস্যরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা যেন নাশকতা করতে না পারে সেটি রোধ করতে গ্রুপের সদস্যরা সব সময় তৎপর থাকবে।
বৃহস্পতিবার দুপুরে সুজজ্জিত গ্রুপের সদস্যরা রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয় থেকে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। ঘণ্টাব্যাপী সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয়ে প্রবেশ করেন গ্রুপের সদস্যরা। নতুন পোশাক আর অত্যাধুনিক অস্ত্রের গ্রুপের সদস্যদের স্বাগত জানায় রাজবাড়ীর সাধারণ মানুষ। টিমের সদস্যদের কাছে অত্যাধুনিক এসএমটি অস্ত্রসহ নানা সরঞ্জাম রয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংহিসতা, নাশকতা এড়াতে, সন্ত্রাস মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে অপরাধীদের ধরতে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত স্পেশাল টাস্কিং গ্রুপ। বুধবার সন্ধ্যায় টিমের আত্মপ্রকাশ করে। বৃহস্পতিবার দুপুরে টিমের সদস্যরা রাজবাড়ীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নির্বাচন পর্যন্ত আমাদের টিম ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। যদি প্রয়োজন পরে নির্বাচন পরবর্তী সময়ে টিমের সদস্যরা কাজ করবেন।
বিডি-প্রতিদিন/বাজিত