গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাজওয়া আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আধ্যাপিকা জায়েদা নাসরিন।
স্বাগত বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। বক্তব্য শেষে ২৪০০ জন কৃষক / কৃষাণীদের মাঝে ডি এ পি-১০ কেজি,এম ও পি-১০ কেজি, ধানের বীজ -৫ কেজি বিনামূল্যে প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম