সিরাজগঞ্জের কামারখন্দে ইজিবাইক চালক মানিককে (২৪) গলা কেটে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানিযেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন।
আটক আসামীরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া উল্টরপাড়া এলাকার মৃত বাবু শেখের ছেলে খোকন শেখ (২৩) ও একই এলাকার ছামাদ শেখের ছেলে সাদ্দাম শেখ (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিক প্রায় ৪ মাস আগে একটি ইজিবাইক কেনে। প্রতিদিনের মত গত মঙ্গলবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মানিক। অনেক রাত হলেও মানিক বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে একাধিকবার ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বুধবার সকালে কামারখন্দ উপজেলার ঝাঐল উত্তরপাড়ার একটি বেতের ক্ষেত থেকে মানিকের মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় কামারখন্দ থানায় মানিকের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম