ফরিদপুরের চরভদ্রাসনে পাশাপাশি দুটি গ্রামে দেড় ঘণ্টার ব্যবধানে দুটি রাসেল ভাইপার পিটিয়ে মেরেছে এলাকাবাসী। শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে সদর ইউনিয়নের কামারডাঙ্গী গ্রামে এ সাপ দুটি মারা হয়েছে। সম্প্রতি ফসলের মাঠ এবং লোকালয়ে দেখা মিলছে এ সাপের।
কামার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম হোসেন বলেন, দুপুরে ১১টার দিকে তিনি বাড়ি যাচ্ছিলেন। এ সময় তিনি সাপটিকে রাস্তা পাড় হতে দেখেন। পরে সাপটি কাদের মোল্যা নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। এসময় এলাকাবাসী সাপটি পিটিয়ে মেরে ফেলে। এর দেড় ঘণ্টা পর ওই বাড়ি হতে ৪ শত মিটার দূরে সায়েদ প্রামানিকের বাড়ি হতে আরও একটি রাসেল ভাইপার সাপ মারা হয়। দুটি রাসেল’স ভাইপারই তিন হতে সাড়ে তিন ফুট লম্বা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের পর হতে চরভদ্রাসনে রাসেলস’স ভাইপার বা চন্দ্রবোড়া সাপের দেখা মিলে। এ পর্যন্ত দশ হতে পনের জনের মৃত্যু হয়েছে এ সাপের কামড়ে। গত ২৫ অগাষ্ট কামারডাঙ্গী গ্রামের বেদানা মন্ডল নামের এক গৃহবধূর মৃত্যু ঘটে এ সাপের কামড়ে।
বিডি প্রতিদিন/এএম