টাঙ্গাইলের সখীপুরে এক রাতে পল্লী বিদুৎতের ১১ কেবি লাইনের চারটি টান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা। বৃস্পতিবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী এলাকায় এ চুরির ঘটনা ঘটৈছে। গভীর নলকূপের জন্য ব্যবহৃত ওই ট্রান্সফরমারগুলো চুরি হওয়ায় ইরি চাষের বীজতলা তৈরির জন্য দ্রুত টান্সফরমার চায় এলাকাবাসী।
সরজমিনে গিয়ে দেখা যায়, নিরাপত্তার জন্য লোহার খাঁচা দিয়ে আটকানো গভীর নলকূপের চারটি টান্সফরমার রাতের আঁধারে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পরে আছে ট্রান্সফরমারের টিনের বক্স। সকালবেলায় এলাকার লোকজন স্থানীয় পল্লী বিদ্যুৎত অফিসে জানালে কর্তৃপক্ষ তা দেখতে আসে বলে জানায় এলাকাবাসী।
স্থানীয় আবু আশরাফ বলেন, বিএডিসি থেকে নবায়নকৃত গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষকদের অনেক ক্ষতি হয়ে গেলো। এখন ইরি ধানের বীজতলা তৈরি করা সময়। আমরা খুব দ্রুত ট্রান্সফর্মার চাই।
পল্লী বিদ্যুতের সখীপুর উপজেলা ইনচার্জ আব্দুল জলিল বলেন, ট্রান্সফরমার চুরি হওয়া এলাকায় দেখতে গিয়েছি। বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাকে জানিয়ে দিয়েছি। আশা করছি নতুন করে খুব দ্রুত ট্রান্সফরমারের ব্যবস্থা হয়ে যাবে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ