ফরিদপুরের বোয়ালমারীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের সাথে সমাজকল্যাণ সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ।
সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মোশারফ হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল আমিনুল ইসলাম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা আমির হোসেন, গুণবহা ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম, ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রায় তিন শতাধিক সুবিধাভোগী। মতবিনিময় সভায় প্রান্তিক সুবিধাভোগীদের নানা প্রশ্নের জবাব দেন সমাজকল্যাণ সচিব।
বিডি প্রতিদিন/এএ