গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ দি মেরিটিয়াস ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার শিক্ষার্থীদের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম তুষারী পরীক্ষার কেন্দ্র পরির্দশন করেন। এ মেধা যাচাই বৃত্তি পরীক্ষায়, ফাউন্ডেশনের সচিব বাবুল হোসেন, হল সুপার বদরুল হকসহ হল সুপার রাসেল হাওলাদার প্রমুখ দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/এএ