সিরাজগঞ্জের শাহজাদপুর বিদ্যুৎস্পৃষ্টে আম্বিয়া খাতুন (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর আল মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিকেলে আম্বিয়া খাতুন তার ছেলে আলামিনের সাথে ঘরে বিদ্যুৎ এর কাজ করছিল। এমতবস্থায় ঘরে থাকা বিদ্যুতের তার আম্বিয়ার শরীরে জড়িয়ে মৃত্যু হয় তার। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম