নরসিংদীর রায়পুরা উপজেলার ভেলুয়ারচরে সম্পূর্ণ বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রজ্ঞা ফাউন্ডেশন।
শুক্রবার সকাল ৯ টায় দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ কাস্টমসের কমিশনার মুহম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্ দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জসিম উদ্দিন, রায়পুরা উপজেলার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. সোলায়মান মিয়া, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকা পালন করেন আশরাফুল ইসলাম চঞ্চল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন