বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত মুক্তা-জাফর প্যানেল জয়লাভ করেছে। এই প্যানেলে ১৩টি পদের প্রার্থীই বিজয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ প্যানেলের হয়েছে ভরাডুবি। সংগঠনটির প্যানেলের ১৩টি পদে একজনও বিজয়ী হতে পারেননি।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আতাউর রহমান খান মুক্তা পেয়েছেন ৫০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গোলাম ফারুক পেয়েছেন ২৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের জহুরুল হক জাফর পেয়েছেন ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জাকির হোসেন নবাব পেয়েছেন ৩৩৪ ভোট। নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দু’টি প্যানেল ছাড়াও জাসদ এবং বাসদ সমর্থিত গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে আরও একটি প্যানেলের ৮ জনসহ মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত অন্য ১১ জন হলেন-সহ-সভাপতি পদে জাহিদুল ইসলাম খান মুন্নু, রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাফুজার রহমান মাসুদ, হেলাল উদ্দিন প্রামাণিক, লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আ. ন. ম বজলুর রশিদ। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য পদে নাসরিন আক্তার জাহান, নূরুল ইসলাম আকন্দ, নাজমুল হোসেন, সাইফুদ্দিন সাইফুল ও জাকারিয়া সরকার ফেরদৌস নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত জানান, গত শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮৪০ জন ভোটারের মধ্যে ৮১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলে বিজয়ী হওয়া আইনজীবীরা জানান, ভোটার সংখ্যার দিক থেকে বগুড়া জেলা আইনজীবী সমিতি উত্তরাঞ্চলে আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন। সেই সংগঠনের সদস্যরা এবার ভোট বিপ্লব করেছেন। নির্বাচনের এই ফলাফলে বগুড়ার আইনজীবীরা চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই