২৭ নভেম্বর, ২০২৩ ১৮:৩৫

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুইটি করাত কলকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বরদল এলাকায় ভাই ভাই স মিলস ও বলিয়াদি এলাকায় মায়ের দোয়া" স মিলসকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উভয় স মিলস কে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। এছাড়াও কালিয়াকৈর ডিগ্রী কলেজের এক  ছাত্রীকে ইভটিজিং করার দায়ে হৃদয় নামের এক বখাটেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, চন্দ্রা বিট অফিসার মহিদুর রহমান জয়, কালিয়াকৈর থানার এস আই রকিবুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, অবৈধ করাত কলে কোন কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর