কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রাতের আধারে ঘরে ঢুকে গুলি করে এক রোহিঙ্গাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ আলম (২৪)। সে ওই ক্যাম্পের মোহাম্মদ মুচির ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুপালং ৪ নাম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ই/৪ এলাকায় ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে কুতুপালং ৪ নাম্বর ক্যাম্পের ই/৪ ব্লকে অজ্ঞাত ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে সৈয়দ আলমের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় সৈয়দ আলমকে উদ্ধার করে নিকটস্থ আইওএম পরিচালিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএ