গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক যুবক (৩০) নিহত হয়েছে। আজ রবিবার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই ব্যক্তি পদ্মবিলা গ্রাম থেকে ছাগল চুরি করে ইঞ্জিন চালিত ভ্যানগাড়িতে করে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করে। এরই এক পর্যায়ে ওই ব্যক্তি ভ্যানগাড়ি নিয়ে ব্রিজের পাশে রাস্তার খাঁদে পড়ে যায়।
এ সময় স্থানীয় জনগণ তাকে ধরে গণধোলাই দেয়। মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে কাশিয়ানী স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ