১০ ডিসেম্বর, ২০২৩ ১৮:৩০

চুয়াডাঙ্গায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় চারটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে আলমডাঙ্গা শহরের কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ।
আলমডাঙ্গায় কাঁচাবাজার ও আড়তে অভিধান পরিচালনাকালে মেসার্স নজরুল ইসলাম আড়তে পণ্যের মূল্যতালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় তিন হাজার টাকা, মেসার্স ইউনুচ স্টোরের মালিক মো. ইউনুচ আলীকে তিন হাজার টাকা, মেসার্স সোহেল ট্রেডার্সের মালিক আশাবুল হককে তিন হাজার টাকা ও মেসার্স মন্টু ট্রেডার্স এর মালিক শ্রী মন্টু পালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর