১১ ডিসেম্বর, ২০২৩ ১৮:২৮

রংপুরে ৬ লাখ শিশু খাবে ভিটামিন 'এ' ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে ৬ লাখ শিশু খাবে ভিটামিন 'এ' ক্যাপসুল

রংপুর জেলায় ৬ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর সিটি করপোরেশন ও ৮ উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল ও নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়ন করবে স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের সুপারভাইজার, স্বাস্থ্য কর্মী, স্বেচ্ছাসেবীসহ ৪ হাজার ৯১২ জনবল। 

সোমবার সকালে রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, নগরীর ৩৩টি ওয়ার্ডের ২৯৭ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ২৯ হাজার ৫’শ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সিটি কর্পোরেশন ৬৩৮ জন জনবল নিয়োগ করেছে। এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলীসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরা। অপরদিকে সিভিল সার্জন মিলনায়তনে সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন জানান, রংপুর জেলার ৮ উপজেলার ১ হাজার ৮৩২টি কেন্দ্রে ৪ লাখ ৫৯ হাজার ৫৮৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়নে ৪ হাজার ২৭৪ জন জনবল নিয়োগ করেছে স্বাস্থ্য বিভাগ।  

ডা. রুহুল আমিন বলেন, এ কার্যক্রমে বাদ পড়া শিশুদের জন্য অতিরিক্ত ভ্রাম্যমাণ টিম কাজ করবে। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে, তবে সেই শিশুকে আর খাওয়ানোর প্রয়োজন নেই।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর