২৫ ডিসেম্বর, ২০২৩ ১৬:৪৭

মুন্সিগঞ্জে নৌকার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে নৌকার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে ইউনিয়নের চৈতারচর এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ-৩ আসনের কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে নৌকার সমর্থকরা। এ ঘটনায় সদর থানায় অভিযোগের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, গত দুইদিন আগে চৈতারচর এলাকায় মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা ক্যাম্পটি তৈরি করে। গতকাল রাতেও ক্যাম্পটি ঠিক ছিলো। তবে সকালে উঠে সবাই দেখে ক্যাম্পের পোস্টার- প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। 

মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নৌকার সমর্থক মোহসিনা হক কল্পনা অভিযোগ করে বলেন, রাতে প্রচার শেষে কর্মীরা বাড়ি গিয়েছিলো। সকালে আমার কাছে ফোন আসে কাঁচি প্রতীকের সমর্থকরা ক্যাম্পে ভাঙচুর করেছে। এসে দেখি ক্যাম্পে সব চেয়ার ফেলে দেওয়া হয়েছে। পোস্টার- ফেস্টুন সব ছিঁড়ে ফেলা হয়েছে। কাঁচি মার্কার সমর্থক স্থানীয় মুজিবর, মনির মেম্বারের নেতৃত্বে রাতে হামলার ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরেই সে বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো। আমরা এর বিচার চাই।

ক্যাম্পের দায়িত্বে থাকা নৌকার সমর্থক কাজী হৃদয় বলেন, গতকাল ফয়সাল বিপ্লবের লোকজন আমাদের গালাগাল করে। ক্যাম্পে লাইট ছিলো না। এই সুযোগেই ভাঙচুর করেছে। 

এ বিষয়ে নৌকার সমর্থক মুজিবরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।


এবিষয়ে মুন্সিগঞ্জ সদর থানা ওসি (তদন্ত) আনসারুজ্জামান জানান, ক্যাম্প ভাঙচুরের একটি খবর পেয়েছি। সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ ও সত্যমিথ্যা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এএ  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর