চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের বিনোদপুরে নির্বাচনি অফিস ভাঙচুরসহ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বহুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এতে ডেকোরেটরের মালামাল দিয়ে নির্মিত অফিসের পোস্টার ও ব্যানারসহ মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম