দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাঙামাটির সব প্রস্তুতি সম্পন্ন। রাঙামাটি জেলার ১০টি উপজেলার ২১৩টি ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনি সরঞ্জাম।
আজ শনিবার দুপুরে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, রাঙামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় মোতায়ন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাঙামাটি সদরের জন্য ৬ প্লাটুন সেনাবাহিনী ও প্রতিটি উপজেলার জন্য ২ প্লাটুন করে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। এছাড়া টহলরত থাকবেন পুলিশ, বিজিবি ও র্যাব -৭।
সংশ্লিষ্ট সূূত্রে জানা গেছে, রাঙামাটির ১০টি উপজেলা মিলে একটি মাত্র জাতীয় সংসদীয় আসন। তাই উপজেলার ভোট কেন্দ্রগুলোকেও দেওয়া হয়েছে বিশেষগুরুত্ব। এবার রাঙামাটি জেলায় ভোটগ্রহণ কার্যক্রম চলবে ২১৩টি কেন্দ্রে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নত করা হয়েছে ১২৪টি। সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খালা বাহিনী মোতায়ন করা হয়েছে। এছাড়া ১৮টি কেন্দ্র হেলিকপ্টারে মাধ্যমে পৌঁছানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। সেনাবাহিনীর সহায়তায় স্ব স্ব উপজেলা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টরের মাধ্যমে নির্বাচনি সরঞ্জারগুলো পৌঁছে দেওয়া হচ্ছে।
রাঙামাটি জেলা নির্বাচন কার্যলয় সূত্রে জানা যায়, রাঙামাটি জেলায় ১০টি উপজেলা ও ২টি পৌরসভার নতুন আর পুরনো ভোটার মিলে এবার ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন। আর পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫০ হাজার ৯৪৪জন। সুষ্ঠু ভোট কার্যক্রম পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটের পাশাপাশি টহলরত আছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।
বিডি প্রতিদিন/নাজমুল