কুড়িগ্রামে গত দিনের চেয়ে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। শুক্রবার মৃদু শৈত্য প্রবাহ দেখা দিলেও শনিবার তাপমাত্রা কমতে থাকে।
শনিবার সকালে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, শুক্রবার মৃদু শৈত্য প্রবাহ ঘটলেও তাপমাত্রা শনিবার কমেছে। জেলায় শনিবার তাপমাত্রা ১১ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে শীতের তীব্রতা না কমায় এ অঞ্চলের মানুষজনের কষ্টও কমেনি। নিম্ন আয়ের মানুষজন পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। অতিরিক্ত ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ মেঘলা থাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমে যাওয়ায় ঠাণ্ডার মাত্রা বেড়ে গিয়ে অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা রয়েছে কষ্টে।ঠাণ্ডায় হাত পা কুঁকড়ে যায় বলে জানান অনেকেই। এছাড়াও নদনদীর তীরবর্তী মানুষগুলোও শীতে কষ্টের সময় পার করছেন। কেননা শীতের কুয়াশার সাথে এখানে যুক্ত হয়েছে হিমেল হাওয়া।
বিডি প্রতিদিন/নাজমুল