দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দুইদিন বন্ধ থাকবে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট। এ সময়ের মধ্যে স্থলবন্দরটিতে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার বিকালে বাংলাবান্ধা স্থলবন্দরের স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইদিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকছে। তাই ৬ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনের পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত