ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশনায় ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, ফুলপুর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওসি মাহবুব পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী, সঙ্গীয় অফিসার ও ফোর্সকে নিয়ে অভিযানে বের হন। পরে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৫টি জিআর তামিল করেন। জিআর গ্রেফতারি পরোয়ানায় ১৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আসামি কালা চাঁন, জুলেখা খাতুন (২১), কমলা (৪৩), কবির উদ্দিন, আনিছ মিয়া, গিয়াস উদ্দিন, সোহেল মিয়া (৩২), আব্দুস ছোবান (৪৫), ছুবেরা খাতুন (৫৫), তোফাজ্জল হোসেন (৩৮), তাজুল ইসলাম (৪৫), মনোয়ারা খাতুন (৩২), রফিকুল ইসলাম (৩৫), ফয়েজ উদ্দিন ও আক্কাছ আলী। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ