পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান। সভায় আলোচকগণ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ত্যাগ ও জেলজুলুম হুলিয়ার সময়কালের বর্ণনা করেন।
তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন সংগ্রামে জাতির পিতার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধুর নাম কোনদিন বাংলার ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধু স্বাদীনতা আর বাংলাদেশ একই সূত্রে গাথা।
বক্তাগণ এসময় বাউফল থেকে দ্বাদশ জাতীয় সংসদসহ ৮ বার নির্বাচিত সংসদ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপিসহ দেশের বিভিন্ন আসনে নির্বাচিত শপথ গ্রহণকারী এমপি দেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাহুবাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক মোঃ হারুনুর রশিদ খান, উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাজাহান সিরাজ, বাউফল পৌর যুবলীগ সভাপতি আল মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য নিয়াজ মোরশেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ