১৫ জানুয়ারি, ২০২৪ ১৫:৪৪

রংপুরে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর নগরীতে একটি ভবনের ছাদে গড়ে হোটেল খুলে রমরমা মাদকের ব্যবসা চলছিল। মাদকসহ ৫ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নগরীর কলেজ রোডের এসএম মীর কাশেমের ছেলে এসএম মঞ্জুর মোর্শেদ লিংকন (৫১), কুড়িগ্রাম নাগেশ্বরীর বাগডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাসুদ রানা (৩২), রংপুর নগরীর পার্কের মোড় জাহিদুল ইসলামের ছেলে সামিউল আলম রতন (৩২), মিলনপাড়া ধর্মদাস এলাকার কোরবান আলীর ছেলে মোশারফ হোসেন (৩৫) ও পূর্ব শালবন এলাকার আব্দুল মালেক ব্যাপারীর ছেলে শিপন মিয়া (২৭)। সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান এসব তথ্য জানান। 

তিনি বলেন, রংপুর নগরীর চারতলা মোড় এলাকায় নিজ বাড়ির ৬তলা ভবনে রুফটপ হোটেল খুলে এসএম মঞ্জুর মোর্শেদ মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রবিবার সন্ধ্যায়  হোটেলে অভিযান চালায়। অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ওই ৫ মাদক কারবারীকে গ্রেফতারসহ ১৬৩ পিস ইয়াবা ও ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর