১৭ জানুয়ারি, ২০২৪ ০৯:০৯

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি

রাজবাড়ী প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি

সংগৃহীত ছবি

ঘন কুয়াশায় পদ্মা নদীতে আটকে পড়া ফেরি রজনীগন্ধা যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে। কুয়াশার কারণে নদীতে নোঙর করে রাখা ফেরিটিতে একটি বলগেট ধাক্কা দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

আজ ভোররাতে এ ঘটনা ঘটে। ফেরিটিতে ৯টি ট্রাকসহ অর্ধ শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। খবর পাওয়ার পর দুই ঘাটের নিকটবর্তী ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে। 

জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরিটি বাল্ডহেডের ধাক্কায় পদ্মা নদীতে ডুবে যায়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর