২৩ জানুয়ারি, ২০২৪ ২১:৫৮

কুষ্টিয়ায় মাটি কেটে ইটভাটায় বিক্রি, দুইজনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাটি কেটে ইটভাটায় বিক্রি, দুইজনের কারাদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খালের মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের বাহিরমাদীতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম।

শাহীদুল ইসলাম জানান, সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সেলিম রেজা এবং সরকারি কাজে অসহযোগিতার দায়ে ফরজ আলী নামে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসব মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছিল বলে জানান শাহীদুল ইসলাম। তিনি বলেন, অভিযান আমরা অনেকদিন ধরেই চালাচ্ছি। বেশিরভাগ সময়ই অপরাধীদের গ্রেপ্তার করা যায় না। আজ (মঙ্গলবার) ও গতকালের (সোমবার) অভিযানে সর্বমোট তিনজনকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর