২৯ জানুয়ারি, ২০২৪ ১৮:১৮

নিখোঁজের ৮ দিন পর মৃতদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি:

নিখোঁজের ৮ দিন পর মৃতদেহ উদ্ধার

অবশেষে ৮ দিন পর ভোলার মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ থাকা রাজ্জাক সরদারের (৬২) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলা তুলাতুলি এলাকার মেঘনা নদী থেকে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। এর আগে রবিবার দুপুরে ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তার ছেলে পারভেজ সরদারের মৃতদেহ উদ্ধার করা হয়। 

ভোলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার ঘোষ জানান, ভোলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার কর। পরে ট্রলার ডুবিতে নিখোঁজ রাজ্জাক সরদারের স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। 

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রবিবার রাতে ভোলার মনপুরা থেকে বরিশালের উলানিয়া যাওয়ার পথে ইলিশা ফরিঘাট এলাকায় প্রবল বাতাস ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৭ জনের মধ্যে ৫ জন উদ্ধার হয়। নিখোঁজ থাকেন পিতা রাজ্জাক এবং পুত্র পারভেজ। কোস্টগার্ড, নৌপুলিশ ও ডুবুরি দল দুইদিন অভিযান চালিয়ে পিতা পুত্রকে উদ্ধার করতে পারেনি। অবশেষে ৮ দিন পর পিতা-পুত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর