২৯ জানুয়ারি, ২০২৪ ১৯:২৪

শেরপুরে তিন ‘বখাটের’ কাণ্ড!

শেরপুর প্রতিনিধি

শেরপুরে তিন ‘বখাটের’ কাণ্ড!

স্কুল চলাকালীন তিন বখাটে মিলে শেণিকক্ষে ঢুকে মেয়ে শিক্ষার্থীদের গায়ে আলকুশি বা বিলাই চিমটি (এক ধরনের ফল। যার গুঁড়া গায়ে দিলে চুলকানির মতো অস্বস্তি দেখা দেয়) দিয়েছে। এতে তিন শিশু শিক্ষার্থী আহত হয়ে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। আহতরা সবাই চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

আজ সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার ৪৩ নং মধ্য বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ইব্রাহিম ও আকাশ নামে দুই বখাটেকে গ্রেফতার করেছে। ঘটনার আসল নায়ক মোঃ কালু মিয়ার ছেলে আব্দুল মোতালেব পালিয়েছে। অভিযুক্তরা সকলেই স্থানীয়।

এলাকাবাসীর দাবি, এদের বখাটেপনায় সবাই অতিষ্ট। সকাল থেকে মধ্যরাত অবধি স্কুল কলেজের মেয়েদের উত্ত্যক্ত করাই এদের কাজ।

স্কুল সূত্রে জানা গেছে, টিফিন চলাকালীন ওই তিন বখাটে স্কুলে ঢুকে এই ঘটনা ঘটনায়। স্কুলের সীমান দেয়াল না থাকায় ওরা প্রতিদিন ওই স্কুলে ঢুকে সিগারেট ও গাঁজা সেবন করে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় শিক্ষকরাও আতঙ্কে থাকে। 

স্কুলের প্রধান শিক্ষক হাসনাত জাহান জানিয়েছেন, স্কুলটি বাজারে অবস্থিত। দিনের বেলায় বাজারের মানুষজন স্কুলের খোলা মাঠেই আড্ডা দেয়। কখনও কখনও প্রকৃতির ডাকে পর্যন্ত সাড়া দেয়া হয় শিক্ষক শিক্ষার্থীদের সামনেই। বখাটের অত্যাচার লেগেই থাকে। বিলাই চিমটিতে আক্রান্ত সবাইকে হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা সুস্থ হলেই মামলা দেওয়া হবে। 

সদর থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, দুই জনকে আটক করা হয়েছে।আরেকজনকে পুলিশ খুঁজছে। মামলা হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর