কক্সবাজারের চকরিয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৌহিদুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া তৌহিদ ওই এলাকার নুরুল ইসলামের ছেলে ও চকরিয়া সরকারী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
পরিবারের বরাত দিয়ে মৃতের বন্ধু রিয়াজুল ইসলাম বলেন, দুপুরে বাড়ির পেছনে পুকুরে মাছ ধরতে নামে তৌহিদ। এসময় পানি সেচ দিতে বসানো পাম্পের তার ছিঁড়ে গিয়ে পানি বিদ্যুতায়িত হলে পুকুরে থাকা তৌহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        