৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:৩৮

সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখীপুরে মাসজুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িচালা গ্রামে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিক-ই রাসেল, গাইনি ডাক্তার জেসমিন, সাবেক ইউপি সদস্য আমির হোসেন। এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহানাজ বেগম। এতে কাকড়াজান ইউনিয়নের কয়েকটি গ্রামের তিন শতাধিক নারী ও গর্ভবতী মাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সেবগৃহীতারা জানায়, বাড়ির পাশে গাইনি কনসালটেন্ট পেয়ে আমরা খুব খুশি। আমরা গ্রামে বসে এতা বড় মাপের একজন ডাক্তারের পরামর্শ পেলাম ও কিছু ওষুধ পেলাম। আমরা ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি।
 
ডা. শাহানাজ বেগম বলেন, সখীপুরে আমার জন্ম, আমার শেষ ঠিকানা। তাই এই সখীপুরের মানুষের জন্য কিছু করতে পারলে আমি খুব আনন্দ পাই। তাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নে এবং একটি পৌরসভায় বিনামূল্যে চিকিৎসা দিবো।
 
বিডি প্রতিদিন/এএ    

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর