১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:১০

এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বাড়ি বাড়ি ছাত্রলীগ

দিনাজপুর প্রতিনিধি

এসএসসি পরীক্ষার্থীদের 
শুভেচ্ছা জানাতে বাড়ি বাড়ি ছাত্রলীগ

দিনাজপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ফুলের শুভেচ্ছাসহ পরীক্ষাসহায়ক শিক্ষা সামগ্রী প্রদান করেছে ছাত্রলীগ নেতারা। তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের ভিন্নধর্মী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। 
দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউপির তৃণমূল পর্যায়ে বিভিন্ন পাড়া-মহল্লায় খুঁজে খুঁজে পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ ফুলের শুভেচ্ছা জানায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুভেচ্ছার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে উৎসাহিত করতেই আউলিয়াপুর ইউপির ২৭টি গ্রামের কয়েকশত শিক্ষার্থীকে এই উপহার তুলে দেয় ছাত্রলীগ।

এ ব্যাপারে আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোসাদ্দেক হোসেন জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট কার্যক্রমের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে স্মার্ট ছাত্রলীগের শিক্ষা কার্যক্রমকে অনুসরণ করা হচ্ছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পৃষ্ঠপোষকতায় স্মার্ট ছাত্রলীগ বাস্তবায়নে শিক্ষা বিষয়ক কার্যক্রমে তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। 

ছাত্রলীগ নেতৃবৃন্দ মহিষকোঠা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এসময় মাদ্রাসার সভাপতি অ্যাড. মোঃ জাকির হোসেন, সুপারিনটেনডেন্ট আব্দুল হালিম, সহ-সুপার মোঃ খাদেমুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ রাশেদুল ইসলাম, মোঃ মহসীন আলী, ছাত্রলীগ নেতা মিনহাজ হোসেন ফাহিম, মোঃ ফরহাদ ইসলাম, আরিফুল ইসলাম, পারভেজ বাবুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর