২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:৫২

বীরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

দিনাজপুর প্রতিনিধি:

বীরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

প্রতীকী ছবি

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন যাত্রী হয়েছেন। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার বিকেল ৫টায় ওই মহাসড়কের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বাদিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার মথুরাপুর গ্রামের জবাইদুর রহমানের স্ত্রী আকলিমা আকতার (৪২), একই এলাকার বেগুনবাড়ী গ্রামের মহেনের ছেলে শংক উদীপ (৭০), রানীগঞ্জ গ্রামের মঙ্গলের স্ত্রী পুতুল (২৮), পঞ্চগড় জেলার হালুয়াপাড়া গ্রামের মাহাবুবের কন্যা মিনতি (৩০), একই এলাকার সোনারবাগ গ্রামের মোঃ আমজাদের কন্যা হাবিবা (১০), দিনাজপুর জেলার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-০১ এলাকার মৃত দানেশ আলীর ছেলে নজরুল ইসলাম (৫৬), একই এলাকার বাঁশেরহাট গ্রামের মোঃ শামসুল (৩৫), খানসামা উপজেলার বাসিন্দা গোলাপী (২০), লিপি (৫০), আমেনা (১৩),বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামের লামিয়া আকতার (১০), সামিয়া আকতার (৭০)সহ মোট ২০জন আহত হয়েছে।

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার মোঃ আব্দুর রৌফ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল হতে ২০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার জানান, এখন পর্যন্ত ২০জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে যাত্রীবাহী বাস দিনাজপুর হতে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের বাদিয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পুলিশ উদ্ধার কাজ চালিয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন তথ্য নেই। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর