১৫ মার্চ, ২০২৪ ১৭:৩৮

কলাপাড়ায় অবৈধ জাল জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় অবৈধ জাল জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে এসব জাল পুড়িয়ে ধ্বংস করেন। 

স্থানীয়রা জানায়, নিষিদ্ধ কারেন্ট জালের পর এবার ভয়ংকর চায়না দুয়ারী নামক ফাঁদে দেশীয় প্রজাতির সব মাছ ধরা পড়ছে। বিশেষ করে ডিমওয়ালা চিংড়ি,পুঁটি, ট্যাংরা, কই, শিং, শোল, টাকিসহ দেশি প্রজাতির সব মাছ চায়না দুয়ারী নামক জালে নিধন হচ্ছে। এতে ক্রমশই মাছশূন্য হয়ে পড়ছে উপক‚লীয় নদ-নদী ও খাল-বিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, মাছ শিকারে যে সকল জেলেরা চায়না দুয়ারী জাল ব্যবহার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর