ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেশি দামে ফল ও মাংস বিক্রি করায় ৪ দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুরাতন বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে কসবা পুরাতন বাজারে পবিত্র রমজান মাসে এক শ্রেণির অসাধু ফল ও মাংস ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে। পরে যেখানে অভিযানকালে ক্রয় ভাউচার না রেখে বেশি দামে তরমুজ বিক্রি করায় এক তরমুজ আড়তদারকে তিন হাজার ও সঠিক মূল্য তালিকা না থাকায় দুই ফল ব্যবসায়ীকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা এবং এক মাংস ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এসময় কসবা থানা পুলিশ উপস্থিত ছিল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ