সিরাজগঞ্জের সলঙ্গায় আরমান হোসেন (২২) নামে একজন ব্যাটারিচালিত মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কের ঝাকরি এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের আয়নাল শেখের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যার দিকে নিজের মিশুকটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আরমান হোসেন আর ফেরেনি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র আরমান হোসেনকে গলাকেটে হত্যার পর মিশুকটি ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এমআই