পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৭ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ ঈদ উদযাপন করছেন। বুধবার সকাল ৯টায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্ সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া পৌর শহরের নাইয়াপট্রি সহ উপজেলার ছোনখোলা, সাফাখালী, চম্পাপুর, লালুয়া ও বালিয়াতলী ইউনিয়ন এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব এলাকার শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের মাঝে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন তারা।
উত্তর নিশান বাড়িয়া এলাকার বাসান্দা সায়েম মিয়া বলেন, আমার পরিবারের সবাই আজ ঈদ উদযাপন করছি। সকালে ঈদের নামাজ আদায় করেছি।
উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ সূফি মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস জানান, এখানে এক হাজারেরও বেশি মুসুল্লি একত্রে নামাজ আদায় করেছেন। এছাড়া কলাপাড়ার বেশ কয়েকটি স্থানে আজ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএম