পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় সকল সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতি। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু। সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল চত্বরে ফিরে এসে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানা মালা পরিবেশনার মধ্য বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সকল কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক সুশান্ত ভৌমিক বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম