মুন্সীগঞ্জে ৬ শতাধিক স্বল্প আয়ের অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঘুরে ঘুরে সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার ৬ শতাধিক পরিবারের মাঝে তিনি এই উপহার পৌঁছে দেন। এতে চাল, ডাল, চিনি, সেমাই, সয়াবিন তেল, পোলাও চালসহ বিভিন্ন খাদ্য সামগ্রিক পৌঁছে দেন। এসময় জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ঈদের আনন্দ ও সৌহার্দ্যের বাণী ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী এই উপহার পৌঁছে দিচ্ছেন।
তিনি আরও জানান, সদর উপজেলার ৭টি আশ্রয়ণের সকল পরিবারকে ১টি করে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। এছাড়াও সার্কিট হাউজের সামনে থেকে ২০০ জন ব্যক্তিকে এ উপহার দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান।
বিডি প্রতিদিন/আরাফাত